1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের উপহার পেয়ে খুশিতে আত্মহারা প্রতিবন্ধী রিয়াদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩২ Time View

পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের উপহার পেয়ে খুশিতে আত্মহারা প্রতিবন্ধী রিয়াদ

নিজেস্ব প্রতিবেদক ঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে এতিম, অসহায় ও প্রতিবন্ধী রিয়াদকে একটি হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান করেছেন পলাশবাড়ী প্রজন্ম তরুন সংঘ। এমন উপহার পেয়ে খুশিতে আত্মহারা হয়েছেন অসহায় প্রতিবন্ধী রিয়াদ।

“আয়োজনে না, প্রয়োজনে আমাদের পাশে ডাকুন” স্লোগানকে সামনে রেখে পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের পথচলা। সংগঠনটি ইতিমধ্যেই মানুষের মনে জায়গায় করে নিয়েছে তাদের বিভিন্নরকম সেবামূলক কাজের মাধ্যমে। যেমন অসহায় মেয়ের বিবাহের বন্দোবস্ত করা, প্রতিবন্ধীদের পাশে দাড়ানো, বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসা, শীতার্তদের মধ্যে গরম কাপড় বিতরণ, ঈদে অসহায় মানুষের মাঝে সেমাই চিনি, কাপড় বিতরণ করা সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তারা প্রশংসিত হয়েছেন।

জানা যায়, পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের খামার পাড়ার সাফিরুল ইসলামের ছেলে রিয়াদ বাবু (১১) জন্মের পর থেকেই শারিরীক প্রতিবন্ধী। সে একা চলাফেরা করতে পারে না। ভাগ্যের নির্মম পরিহাস গত কয়েক বছর আগে প্রতিবন্ধী রিয়াদের বাবা সড়ক দুর্ঘটনায় মারা যান। বাবা মারা যাওযার কিছু দিন পরে মা আমেনা বেগমও প্রতিবন্ধী ছেলে ও ছোট্ট একটি মেয়েকে রেখে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের জীবনে নেমে আসে বিভীষিকাময় কালো অধ্যায়।

এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হলে নজরে আসে পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের। পরে প্রজন্ম তরুণ সংঘের সর্বসম্মতিক্রমে রিয়াদকে একটি হুইল চেয়ার ও নগদ অর্থ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এমতাবস্থায় ১৫ ফেব্রুয়ারী শনিবার বিকেলে প্রজন্ম তরুণ সংঘের একটি টীম রিয়াদের বাড়ীতে এসে স্থানীয় সমাজসেবক ইউনুস আলীর উপস্থিতে রিয়াদকে একটি হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মাদ আব্দুল মতিন, সাংবাদিক ওমর ফারুক, পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন মন্ডল আলিফ, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সামি, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস জাহান রিপন, সদস্য রাকিব, হাসান এবং রবিউল ইসলাম সহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঝিকরগাছার বাঁকড়ায় জমিকে কেন্দ্র করে চাচিকে ছুরিকাঘাত  স্টাফ রিপোর্টার।। ঝিকরগাছা উপজেলার ১১নাম্বার বাঁকড়া ইউনিয়নের ১নাম্বার ওয়াড বাকড়া গ্রামে জমি জায়গা নিয়ে দুইদিন যাবত দ্বন্দ চলতে থাকায় বহিরাগত সন্ত্রাস দ্বারা চাচিকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। উক্ত ঘটনা টি ঘটিয়েছে বাকড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে হযরত আলী। সরে জমিনে তথ্য অনুসন্ধানে যেয়ে জানা যায়, গত ২৩শে নভেম্বর সকালে হযরত আলী তার নিজের গাছ থেকে জিবলির কচা কেটে তার জমিতে বেড়া দিয়েছেন। কিন্তু হযরতের মা সন্দেহ বশত হযরতের চাচা সন্তোশ কে গালিগালাজ করলে চাচা সন্তোশ প্রতি উত্তরে বলেন যে কচা আমি কাটিনি তোমার ছেলে কেটেছে। তবুও কথাকাটির মাঝে হাতা হয়ে এক পর্যায়ে গতকাল ২৪শে নভেম্বর সকালে আরোও একবার কথা কাটাটির মাঝে মারামারি হয়। পরে ভাইপো রাগ ভুলতে না পেরে চাচাকে শায়িস্তা করার জন্য ১৫/২০ জনের মত বহিরাগত সন্ত্রাস বাহিনী ভাড়া করে নিয়ে এসে চাচাকে সন্ত্রাসী বাহিনী বাড়ী যেয়ে ডেকে এক পর্যায়ে অনাধিকারে  বাড়ী র ভিতরে প্রবেশ করে চাচাকে শাশাতে থাকলে চাচার চিৎকারে তার পরিবারের লোকজন ছুটে আসলে চাচাকে ছুরিকাঘাত করতে গেলে চাচীর পিঠে লাগে বলে সাংবাদিককে বলা হয়। উক্ত ঘটনার সত্যতা জানতে চাইলে ভিকটিম আলমগীর হোসেন ওরফে সন্তোষ বলেন, আমি কচা না কটলেও আমাকে অকত্যভাষায় গালিগালাজ করে ও হযরতরা কয়মাপে মিলে এলোপাতারি ভাবে মারে। পরে দুপুরে সন্ত্রাস ভাড়া করে নিয়ে এসে আবার মারে ও এক পর্যায়ে আমার স্ত্রী কে ছুরি মারলে চিৎকারে এলাবাসী এসে আমাদের কে উদ্ধার করে ও দুইজন সন্ত্রাসী কে আটকায়ে রাখে। শুনেছি সেই দুইজনকে পুলিশের নিকট দেওয়া হয়। আমি আমার স্ত্রী কে নিয়ে চিকিৎসার জন্য  ঝিকরগাছা হাসপাতালে গেলে সেখান থেকে যশোরে রেফার্ড করলে তাকে নিয়ে যশোর হাসপাতালে যায় ও সেখানে ভর্তি করে বর্তমানে চিকিৎসা ধীন আছে। আরোও বলেন ওই দুইজন কে পুলিশ কি করেছে আমি জানিনা। মামলা হয়েছে কি না জানতে চাইলে বলেন এখনো হয়নি তবে মামলা হবে। উক্ত ঘটনা হযরত আলীর নিকট জানতে চাইলে তিনি বলেন, দুইদিন ধরে মারা হচ্ছে আমাদের সকলকে তারা মেরেছে, গতকাল আমারকে সহ আমার পরিবারের সকলকে মেরেছে। আমি গতকাল হাসপাতালে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ী পাঠিয়ে দেয় ও আমি থানায় গতকাল অভিযোগ ও দিয়েছি। আজ সকালে মারামারি হওয়ার পর আমি মামাদের নিকট ফোন করি। মামারা আসছিলো এখানে কেউ বাহিরের লোক না। সব আমার মামারা। মামারা আসার পর চাচাকে ডেকে জিজ্ঞাসা করলে তাদের উপর চড়াও হলে একপর্যায়ে পুনরায় মারামারি হয়। আর চাচিকে আমরা কেউ ছুরি মারিনি বেড়ার তারেকাটায় লেগেছে। পরে আমি ৯৯৯ নাইনে করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। জানতে চাইলে  প্রত্যক্ষদর্শী  এলাকার জনগন বলেন প্রায় ই গন্ডগোল হয় তবে বাহিরে থেকে গুন্ডা এনে ছুরি মারা ঠিক হয়নি। আরো ও জানাযায়  (নাম প্রকাশে অনিচ্ছুক)  আমি চিৎকার শুনে ছুটে যায় দেখি মারামরি হচ্ছে ও সন্তোশের স্ত্রীর পিঠে অনেকখানি কেটে গেছে জানতে পারি যে ঝিকরগাছা থেকে ১৫/২০ জনের মত গুন্ডা এনে হযরত সন্তোষের পুরো পরিবার কে মারেছে। জাহিদুল ইসলাম নামের এক প্রতিবেশী ঠেকাতে গেলে তাকেও সন্ত্রাসী রা মেরেছে। ও জাহিদুলের বাম পায়ে গোড়ালির উপর কেটে গেছে বলেও সাংবাদিক কে জানান। আরো বলেন তারা ঋষি পাড়া প্রাইমারি স্কুলের ওখানে মাইক্রো রেখেছে ও ইজিবাইকে করে সন্তোষের বাড়ী ঘেরাও করে দুই দিক থেকে গতিরোধ করে ও তার বাড়ী ওয়াইফাই বিচ্ছিন্ন করা হয় যাতে সন্তোষ কোথাও যোগাযোগ করতে না পারে। আমরা দুইজন সন্ত্রাসী কে আটকাতে পারি বাকিগুলো পালিয়ে যায়। আটকানো বহিরাগত সন্ত্রাসী কে আমরা পুলিশের নিকট দিয়েছি। ওই ঘটনায় বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানতে চাইলে তদন্ত কেন্দ্রের এস আই সাইদুল ইসলাম বলেন আমরা ৯৯৯ কল পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে যেয়ে দেখি মারামরি হয়েছে ও জনগন দুইজন আটকায়ে রাখছিল, আমরা তাদেরকে ক্যাম্পে নিয়ে আসলে লিখিত কোন অভিযোগ না হওয়াতে স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীদের সুপারিশে আগামী শুক্রবার একত্রে বসে বিষয়টি সমাধান করবে বলে প্রতিশ্রুতিতে আমরা তাদেরকে ছেড়ে দেই। (প্রতীকি ছবি দিয়েন ভাই)

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি