জেলা গোয়েন্দা শাখা, সাতক্ষীরার বিশেষ অভিযানে ০২টি তক্ষক সাপ সহ ০১ জন আসামী গ্রেফতার।’’
ক্রাইম তালাশ টিম নিউজ ডেক্স ঃ
জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, সাতক্ষীরা নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/মোঃ মিনাজ উদ্দীন সঙ্গীয় ফোর্স সহ প্রথমে ইং-০৯/০৬/২৫ তারিখ ২০.০৫ ঘটিকায় অভিযান পরিচালনা করিয়া “সাতক্ষীরা জেলার সাতক্ষীরা থানাধীন মাগুরা সাকিনস্থ মাগুরা রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর” ধৃত আসামী মোঃ ইমদাদুল ইসলাম (৩৫), পিং মোঃ নুরুল ইসলাম @ মিন্টু সরদার, সাং মাগুরা, থানা ও জেলা সাতক্ষীরা এর ফেলে যাওয়া একটি তক্ষক সাপ ও একটি মটরসাইকেল উদ্ধার করেন। পরবর্তীতে উক্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান পরিচালনা করিয়া “সাতক্ষীরা সদর থানাধীন মাগুরা সাকিনস্থ আসামী মোঃ ইমদাদুল ইসলাম (৩৫), পিং মোঃ মিন্টু সরদার এর বসত বাড়ীর পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর” হইতে ইং-১০/০৯/২৫ তারিখ ১৭.৩৫ ঘটিকায় উক্ত আসামীকে সহ অন্য আর একটি তক্ষক সাপ সহ গ্রেফতার করেন। পরবর্তীতে উল্লেখিত ঘটনায় সাতক্ষীরা থানায় মামলা দায়ের করা হয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply