আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে দুদক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।
ব্যুরো রিপোর্ট..🗞️ক্রাইম তালাশ টিম🕵️♂️
মামলার সর্বশেষ অবস্থান জানিয়ে আক্তার হোসেন বলেন, কামাল হোসেন ৩৫তম বিসিএস ক্যাডার। তিনি সরকারের একজন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নির্বাহী অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। ইতোপূর্বে তিনি মাগুরার সাবেক সিনিয়র সহকারী কমিশনার ও নওগাঁর আত্রাই উপজেলার ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। তার প্রকৃত পিতা-মাতার নাম হলো- আবুল কাশেম ও হাবীয়া খাতুন এবং তার চাচা-চাচী হলেন আহসান হাবীব এবং সানোয়ারা খাতুন। তার চাচা একজন বীর মুক্তিযোদ্ধা।
দুদক মহাপরিচালক আরও বলেন, আসামি কামাল হোসেন সুকৌশলে তার প্রকৃত পিতা-মাতার পরিবর্তে আপন চাচা বীর মুক্তিযোদ্ধা আহসান হাবীব ও চাচী সানোয়ারা খাতুনের নাম ব্যবহার করে মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরি লাভসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করে আসছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা আসামি কামাল হোসেনসহ তার প্রকৃত পিতা-মাতা ও তার চাচা-চাচীর ডিএনএ টেস্ট করার জন্য কমিশন বরাবর আবেদন দাখিল করেন।
আক্তার হোসেন আরও বলেন, কমিশন তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আসামি কামাল হোসেনসহ তার প্রকৃত পিতা-মাতা ও তার চাচা-চাচীর ডিএনএ টেস্ট করার জন্য অনুমোদন জ্ঞাপন করেছেন। তদন্তকারী কর্মকর্তা আদালতের অনুমতি সাপেক্ষে কামাল হোসেনসহ তার প্রকৃত পিতা-মাতা ও তার চাচা-চাচীর ডিএনএ টেস্ট করবেন।
© All rights reserved © 2025
Leave a Reply