1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

অভিনন্দন ও শুভকামনা রইলো গাইবান্ধা -৩

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২০ Time View

অভিনন্দন ও শুভকামনা রইলো
গাইবান্ধা –
অধ্যাপক ডা: সৈয়দ মইনুল হাসান সাদিক স্যার।

ক্রাইম তালাশ টিম নিউজ ডেক্স ঃ নাজমুল রিনকু

বাংলাদেশের রাজনীতির এই ঐতিহাসিক সময়ের প্রেক্ষাপটে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের তালিকায় সংসদীয় আসন গাইবান্ধা -৩ এ অধ্যাপক ড.মইনুল হাসান সাদিক ভাই এর নাম ঘোষণা হওয়ায় আমরা গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করছি।

চিকিৎসা বিজ্ঞানের জগতে এক উজ্জ্বল নক্ষত্র এবং মানবসেবার প্রতীক হিসেবে তিনি বহুদিন ধরেই পরিচিত। চিকিৎসক থেকে জননেতা—এই রূপান্তর তাঁর জনগণের প্রতি ভালোবাসা, সততা ও দায়িত্ববোধেরই প্রতিফলন। তিনি শুধু একজন প্রার্থী নন; তিনি গাইবান্ধা-৩ আসনের মানুষের আশার আলো, যিনি রাজনীতিকে মানবিক সেবার উচ্চতায় নিয়ে যেতে চান।

দীর্ঘ ১৭ বছরের শ্রম, ত্যাগ ও সততার আজ ন্যায্য মূল্যায়ন হয়েছে।অধ্যাপক ড. ময়নুল হাসান সাদিক ভাই এমন একজন মানুষ, যিনি অন্যায়ের সঙ্গে কখনোই আপস করেননি।বাংলাদেশের ৬৪ জেলা বিএনপির সভাপতিদের মধ্যে তিনি একজন পরিচ্ছন্ন, সৎ ও ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্ব—যাঁর নাম শুনলেই দলীয় নেতাকর্মীদের মধ্যে জেগে ওঠে আস্থা ও অনুপ্রেরণা।

বিএনপি’র মনোনয়ন প্রাপ্তির মাধ্যমে অধ্যাপক ড. ময়নুল হাসান সাদিক ভাই আজ দলের আস্থা ও জনগণের প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন। তাঁর নেতৃত্বে গাইবান্ধা-৩ আসন আবারও জেগে উঠবে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও মানবতার নব দিগন্তে।

তাই আসুন — দল-মত-নির্বিশেষে সবাই একত্রিত হই, অধ্যাপক ড. ময়নুল হাসান সাদিক ভাই এর জন্য কাজ করি, তাঁকে বিজয়ী করে এলাকায় উন্নয়নের অংশীদার হই।

বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই—
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান,
এবং দলের সাংগঠনিক সম্পাদক জনাব আসাদুল হাবিব দুলু–কে, অধ্যাপক ড. ময়নুল হাসান সাদিকের মতো যোগ্য, নিবেদিতপ্রাণ ও সৎ নেতাকে দলীয় মনোনয়ন দিয়ে জনগণের প্রত্যাশাকে সম্মান জানানোর জন্য।

অভিনন্দন ও শুভকামনা রইল অধ্যাপক ড. ময়নুল হাসান সাদিক ভাই এর প্রতি—
গণমানুষের আস্থা যেন তাঁর শক্তি হয়,দেশ ও দলের কল্যাণে তাঁর প্রতিটি পদক্ষেপ হোক আলোকিত।

জয় হোক সত্য নেতৃত্বের। জয় হোক জনগণের।জয় হোক অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক ভাইএর।

লিডার ✌️✌️
আপনার জন্য অনেক অনেক দোয়া, ভালবাসা ও নিরন্তর শুভ কামনা রইলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি