1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন  

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৬৯ Time View

ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন

ক্রাইম তালাশ টিম যশোর  বিভাগ প্রতিনিধি ঃ বিল্লাল হুসাইন

ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের নীলকন্ঠনগর গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে

মৃত বজলুর রহমানের পুত্র মহিউদ্দিন(৭০)নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের আরও ৪জন আহত হয়েছেন বলে যানা যায়।

ঘটনার বিবরণে জানা যায়, মহিউদ্দিন এর নাতনীর সাথে যশোরের পাগলাদাহ গ্রামের মোনতাজ এর ছেলে তবিবরের প্রায় ৩বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়। ২৮অক্টোবর রাত ৯টার দিকে নাতিজামাই তবিবর সহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন মিলে মহিউদ্দিনের নাতনীকে বাড়ি থেকে জোর করে তুলে নেয়ার জন্য আসে। তখন মহিউদ্দিন সহ পরিবারের লোকজন বাধা দিলে তবিবর ও তার সঙ্গীরা চাকু দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে মহিউদ্দিন (৭০) তার স্ত্রী তাজুমা বেগম (৬০) ও আকরাম এর ছেলে আমিনুর রহমান (৩০) গুরুতর আহত হন। মহিউদ্দিনদের বাড়ীর লোকদের চিৎকারে স্থানীয় লোকজন এসে তবিবর সহ অন্যদের ধরে গনপিটুনি দিলে যশোর কোতোয়ালি থানার ছোট মেঘলা গ্রামের মোক্তার আলীর ছেলে আহম্মদ আলী (২৬) এবং পালবাড়ির শাহাজাহান এর ছেলে মোহন (৩০) কিছুটা আঘাতপ্রাপ্ত হন। আহতদেরকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহম্মদ আলী ও মোহনকে রিলিজ করে দেওয়া হয়। মহিউদ্দিন, আমিনুর রহমান এবং তাজুমা বেগম এর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় পরিবারের লোকজন যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। যশোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন এর শারীরিক অবস্থা দেখে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করলে ঢাকায় নেওয়ার পথে রাত আনুমানিক সময় রাত আড়াইটার দিকে নড়াইল জেলায় অবস্থানকালীন সময়ে তিনি মারা যায়।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী বলেন, এ বিষয়ে মামলা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি