বিএনপি সরকার গঠন করলে বেকারত্ব দূর করা হবে বাবর।
নেত্রকোনা প্রতিনিধি ঃ এ এম শফি
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে তরুণরা কারিগরি শিক্ষা সহ উচ্চ শিক্ষা অর্জন করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। কর্মসংস্থান তৈরি করার জন্য বিএনপি সচেষ্ট রয়েছে। দেশের বেকার তরুণদের সম্পদে পরিণত করার জন্য বিএনপি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। যেসব তরুণরা চাকুরীর নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে সর্বাধিকভাবে সহযোগিতা করা হবে। বিএনপি সরকার গঠন করলে বেকার যুবকদের কারিগরি শিক্ষা প্রদান করে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার সর্বাত্মক সহযোগিতা করে বেকারত্ব দূর করা হবে।
শনিবার সকালে উপজেলার বাশরী ঈদগাহ মাঠে নায়কপুর ইউনিয়ন বিএনপির গণ সংবর্ধনা ও নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান আমার উপর আস্থা রেখে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী আসনে ধানের শীষের কান্ডারী হিসেবে আমাকে মনোনীত করেছেন। আমি জনাব তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞ। বিগত ১৭বছর আমার নির্বাচনী এলাকার নেতা কর্মী এবং জনসাধারণ আমাকে যে ভালোবাসার দিয়েছে সে ভালোবাসার প্রতিদান হিসেবে কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছেন বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা জন্য সকলেই দোয়া করবেন।
বাবর আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়ে আমাকে ১৭বছর কারাগারে রেখেছে। এরচেয়েও বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট হাসিনার নির্যাতনে তিনি তার ছোট ছেলেকে হারিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসনে রেখেছে। আজ দেশের জনগণ ও ছাত্রজনতা তাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে।
এ সময় উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপি সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, সহ সভাপতি আবু তাহের আজাদ, মদন পৌর বি এনপির সভাপতি কামরুজ্জামান চন্দন ও মদন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দু প্রমূখ।
এদিন উপজেলা নায়েকপুর ও ফতেপুর ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় নির্বাচনী প্রচারণার সমাবেশ অনুষ্ঠিত হবে।
© All rights reserved © 2025
Leave a Reply