ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন ৩ নং পুলিশ ফাঁড়ির অভিযানে অস্ত্রসহ একাধিক মামলার আসামি আটক ১
বিভাগীয় প্রতিনিধি
ময়মনসিংহ জেলার কোতোয়ালি মডেল থানাধীন ৩ নম্বর পুলিশ ফাঁড়ির উদ্যোগে বিশেষ অভিযানে একটি দেশীয় অস্ত্রসহ একজন চিহ্নিত অপরাধীকে আটক করা হয়েছে।
অদ্য ইং ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ৩ নং পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ আবুল হোসেনের দিকনির্দেশনায় এসআই মোঃ সোহেল রানা তার ফোর্সসহ চক্কুস অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আকুয়া সাকিনস্থ নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজ গেটের সামনে থেকে মোঃ সজল ওরফে পটলাকে আটক করা হয়।
এ সময় আটককৃত আসামির কাছ থেকে একটি স্টিলের তৈরি দেশীয় চাইনিজ ড্রাগন কুড়াল উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মোঃ সজল ওরফে পটলার বিরুদ্ধে এর আগে মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১০টি মামলা রয়েছে।
আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

© All rights reserved © 2025
Leave a Reply